যোগীর রাজ্যে ফের নারী নিগ্রহ

রামপুর, ২৮ মেঃ গ্রেটার নয়ডার কাছে যমুনা এক্সপ্রেসওয়ের ঘটনার পর ফের মহিলা নিগ্রহের ঘটনা যোগী আদিত্যনাথের রাজ্যে। উত্তরপ্রদেশের রামপুরে দুই মহিলাকে ১২-১৪ জন মিলে শ্লীলতাহানি করেছে। এমনকি গোটা ঘটনার ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে। সেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্যে। যোগীর রাজ্যে একের পর এক নারী নিগ্রহের ঘটনায় সরব হয়েছে বিরোধী মহল। তবে রামপুরের ওই ঘটনাটি ঠিক কোন দিন ঘটেছে তা জানা যায়নি। ভিডিয়ো ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরই যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন তাঁর রাজ্যে নারী নিগ্রহ বরদাস্ত করা হবে না। নারী সুরক্ষায় গত মার্চে অ্যান্টি রোমিও স্কোয়াডও তৈরি করেছে যোগী প্রশাসন। প্রথমদিকে বেশকিছু জন ধরা পড়েছে। কিন্তু যমুনা এক্সপ্রেসওয়ের পর রামপুরের ঘটনা প্রমাণ করে দিয়েছে উত্তরপ্রদেশে মেয়েরা কতটা অসুরক্ষিত, বলছে অভিজ্ঞ মহল।

যোগীজির অবহেলাতেই এসব হচ্ছে বলে জানান এসপি নেতা আজম খান। সংবাদমাধ্যমকেও দুষেছেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rLAip5

May 28, 2017 at 08:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top