ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হাস্যকর দাবি

fআমেরিকা ::মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যতম সমস্যা বলে অভিহিত করেছেন। রিয়াদে মুসলিম দেশের শীর্ষ নেতাদের সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্যও অভিযুক্ত করেছেন।

ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের বহু অস্থিতিশীলতার জন্য ইরান দায়ী; কাজেই দেশটিকে কোণঠাসা করে ফেলতে হবে।

তিনি বলেন, উগ্রবাদকে পরাজিত করা, মধ্যপ্রাচ্যের যুবকদের জন্য উন্নত ভবিষ্যত বিনির্মাণ এবং দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে সহযোগিতা গড়ে তুলতে তিনি সৌদি আরব সফর করছেন।

মার্কিন প্রেসিডেন্ট রিয়াদ সম্মেলনকে তার ভাষায় ‘মধ্যপ্রাচ্যে শান্তির সূচনা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, আমেরিকা এ অঞ্চলের দেশগুলোর পক্ষ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেবে না বরং আরব ও মুসলিম দেশগুলোকেই এ যুদ্ধ করতে হবে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qN9MbI

May 22, 2017 at 12:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top