ম্যাঞ্চেস্টার, ২৩ মেঃ স্থানীয় সময় সোমবার রাতে ম্যাঞ্চেস্টারে ভয়াবহ জঙ্গি নাশকতায় প্রাণ হারালেন অন্তত ১৯ জন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। ম্যাঞ্চেস্টারের একটি পার্কে মার্কিন পপ স্টার আরিয়ানা গ্রান্ডের অনুষ্ঠান চলাকালীন প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে এই ঘটনাকে জঙ্গি নাশকতা বলেই মনে হচ্ছে। তবে, এখনও কোনো জঙ্গি সংগঠন ঘটনার দায়ভার স্বীকার করেনি। ব্রিটেনের প্রাইম মিনিস্টার টেরেসা মে গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছন, নিহতদের পরিবার ও আহতদের পাশে সবসময় আছি আমরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে দশটা নাগাদ আরিয়ানার কনসার্টের কাছে পরপর দুটি বিস্ফোরণের প্রচণ্ড শব্দ ভেসে আসে। কনসার্টে উপস্থিত একজন বলেন, বিস্ফোরণের পরই সবাই আতঙ্কে ছুটে পালানোর চেষ্টা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পরপর অ্যাম্বুলেন্স আসতে থাকে হতাহতদের নিয়ে যাওয়ার জন্য।
পপ স্টার আরিয়ানা গ্রান্ডের দ্য ডেঞ্জারাস ওমেন ট্যুর-এর অংশ ছিল ম্যাঞ্চেস্টারের এই অনুষ্ঠান। প্রায় ২১ হাজার শ্রোতা হাজির ছিলেন। অনুষ্ঠানের শেষদিকে বিস্ফোরণ হয়। ঘটনার পর আরিয়ানা টুইট করেছেন, সম্পূর্ণ ভেঙে পড়েছি। আমি খুবই দুঃখিত। কিছু বলার ভাষা নেই।
বিস্ফোরণের পরই গোটা ব্রিটেনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনে কোনো এক জায়গায় জঙ্গি হামলায় এত লোকের মৃত্যু হয়নি। ২০০৫ সালে অবশ্য ব্রিটেনে ধারাবাহিক বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মারা যান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qesEP2
May 23, 2017 at 10:19AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন