ঢাকা: মালিতে বিদ্রোহীদের হামলায় দেশটির সেনাবাহিনীর ৯ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার দেশটির সেগোউয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে ওই অঞ্চলে ফ্রান্সের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনীর কমান্ডার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, সেনাদের গাড়ি একটি মাইনের ওপর দিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরিত হয়। এরপর বন্দুকধারীরা সেনাদের ওপর আকস্মিক হামলা চালায়।
মালির বাণিজ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র আব্দেল করিম কোনাতে এক বিবৃতিতে বলেন, দোগোফ্রি ও নামপালার মধ্যবর্তী স্থানে জাতীয় সশস্ত্র বাহিনীর সরবরাহ মিশনের ওপর আকস্মিক হামলা চালানো হয়েছে।
তিনি একে একটি ‘কাপুরুষোচিত ও বর্বরোচিত আচরণ’ হিসেবে অভিহিত করে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘‘আমাদের ও আমাদের অংশীদারদের প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।’’
এ ঘটনার পর বারকিনা ফাসো সীমান্তের কাছে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pEtXYS
May 03, 2017 at 04:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন