উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ। বুধবার টুর্নামেন্টের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতে কার্ডিফের টিকেট কেটেছে রামোস-রোনালদোরা। সেইসঙ্গে রেকর্ড ১৫বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিলো জিনেদিন জিদানের দল। প্রথম লেগে ৩-০ গোলে হেরে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে মাঠে নামে অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠ আর নিজেদের সমর্থকদের সামনে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দিয়েগো সিমিওনের শিষ্যরা। তার ফলও পেয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ১৬ মিনিটের মধ্যেই রিয়াল মাদ্রিদের জালে দুই গোল জড়িয়ে দেয় অ্যাটলেটিকো। দর্শনীয় হেডে ম্যাচের ১২ মিনিটেই অ্যাটলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন সাউল নিগুয়েজ। ১৬ মিনিটে ফার্নান্দো তোরেসকে রাফায়েল ভারানে ফাউল করলে পেনাল্টি পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। সহজ সুযোগ কাজে লাগাতে মোটেও ভুল করেননি অ্যান্তনি গ্রিজম্যান। কোনো কিছু বুঝে ওঠার আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রিয়াল। তবে লড়াই চালিয়ে যায় জিনেদিন জিদানের শিষ্যরা। প্রথমার্ধের ৪২ মিনিটে গোলের দেখাও পেয়ে যায় রিয়াল। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার সহায়তায় গোল করেন ইস্কো। এই গোলেই যেন ম্যাচে ফেরে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। শুধু তাই নয়, নতুন এক রেকর্ডও গড়ে ফেলে রোনালদো-বেনজেমারা। সব ধরণের প্রতিযোগীতায় টানা ৬১ ম্যাচে গোল করার রেকর্ড গড়ে তারা। ইউরোপের শীর্ষ সারির পাঁচ লিগে সব ধরণের প্রতিযোগীতায় টানা ৬১ ম্যাচে গোল করার আগের রেকর্ডটি ছিলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের দখলে। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণ করে। ৬৬ মিনিটে অ্যাটলেটিকোর দুর্দান্ত আক্রমণ রুখে দেন রিয়াল গোলরক্ষক কেলর নাভাস। ৭৩ মিনিটে করিম বেনজেমার অসাধারণ হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরও লড়াই চালিয়ে যায় দুই দল। কিন্তু কোনো গোলের দেখা পায়নি কেউই। আগামী জুনের তিন তারিখে ওয়েলসের কার্ডিফে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রেখেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে তারা ৪-১ ব্যবধানে মোনাকোকে পরাজিত করে ফাইনালের টিকেট কাটে। বুধবার দ্বিতীয় দল হিসেবে কার্ডিফের টিকেট নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদও। সূত্র : বিবিসি, মেইল অনলাইন আর/০৭:১৪/১১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pmigZW
May 11, 2017 at 01:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন