ইউরোপ ::জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার সকালে ৬ মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ওকিয়ান চেনের মিয়াকো দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার।
মিয়াকো দ্বীপের জনসংখ্যা প্রায় ৫৫ হাজার। এটি রাজধানী টোকিও থেকে ১ হাজার ৮৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং তাইপেই থেকে ৩৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
সমুদ্রস্তরের পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছে জাপানের ভূতাত্ত্বিক জরিপ। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
সুনামির আঘাতে নিখোঁজ বা প্রাণ হারিয়েছে এমন মানুষের সংখ্যা সাড়ে ১৮ হাজারের বেশি। টেকটোনিক প্লেটের ওপর অবস্থায় করায় জাপানে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প আঘাত হানে।
এর আগে, ২০১১ সালের ১১ মার্চ এক শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে সুনামি আঘাত হানে।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pWvpHH
May 09, 2017 at 11:00AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.