সন্ত্রাসের শিকার ভারতও, বললেন ট্রাম্প

রিয়াধ, ২২ মেঃ নৃশংস সন্ত্রাসের শিকার ভারত। আরব-ইসলামিক-ইউএস সামিটে এসে স্পষ্টভাষায় এমন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, কয়েকটি দেশ ভয়ংকর সন্ত্রাসবাদের শিকার হয়েছে। সেই ১১ সেপ্টেম্বরের হানা থেকে শুরু করে আমেরিকা বেশ কয়েকবার সন্ত্রাসবাদীদের টার্গেট হয়েছে। বোস্টনে বোমা, সান ফ্রান্সিসকো, অরল্যান্ডোতে হামলা হয়েছে। ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা সন্ত্রাসের হাত থেকে নিস্তার পায়নি। ভারত. রাশিয়া, চীন সকলেই সন্ত্রাসের শিকার।

ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন, আরব, মুসলিম এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সন্ত্রাসের বলি হয়েছে সবচেয়ে বেশি মানুষ। মানবাধিকার, মানুষের নিরাপত্তা ভেঙে পড়েছে সেখানকার দেশগুলোতে। সেখান থেকেই সন্ত্রাস এখন ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্প বলেন, খেয়াল করে দেখুন সন্ত্রাসের শিকার যারা হয়েছেন তাঁদের ৯৫ শতাংশই এসব দেশের বাসিন্দা, মুসলিম ধর্মাবলম্বী। তাই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই পাশ্চাত্যের সঙ্গে ইসলামের লড়াই নয়. এটা শুভর সঙ্গে অশুভর লড়াই।

প্রায় ৫০টি মুসলিম দেশের নেতাদের সামনে ট্রাম্প এদিন দুনিয়া থেকে সন্ত্রাসবাদকে নির্মুল করার ব্যাপারেই বারবার জোর দিয়েছেন। ওইসব দেশে মানবাধিকার রক্ষা বা গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে বেশিকিছু তিনি বলেননি। প্রসঙ্গত দু-দিনের এই সফরে ট্রাম্প তাঁর সহযোগী ইসলামিক দেশগুলির জন্য ১১০ মিলিয়ন ডলারের অস্ত্র ও বাণিজ্যিক প্যাকেজ এনেছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qG4FM5

May 22, 2017 at 11:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top