নিউ ইয়র্ক, ১৩ মেঃ ‘বাপ কা বেটা।’ বাবা যেমন ছেলেও তেমনই। হিন্দি এই প্রবাদ বাক্যটিই এবার বোধহয় সত্যি হতে চলেছে জঙ্গি সংগঠন আল কায়দার ক্ষেত্রে। এক প্রক্তন মার্কিন এফবিআই আধিকারিক টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষ্যাত্কারে দাবি করেছেন, ওসামা বিন লাদেনের উত্তরাধিকারি হতে অতিসক্রিয় তার ছেলে হামজা। বহুদিন ধরেই এই জঙ্গি সংগঠনটির শীর্ষে বসতে আগ্রহী লাদেন পুত্র। পাকিস্তানের অ্যাবোটাবাদের যে বাড়িতে মার্কিন কমান্ডো অভিযানে লাদেনের মৃত্যু হয়, সেখান থেকে এবিষয়ে বেশকিছু নথিপত্র উদ্ধার হয়েছে। এর থেকেই স্পষ্ট, আল কায়দায় বাবার যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে কতটা মরিয়া হামজা। আলি সৌফান নামে প্রাক্তন এক গোয়েন্দা আধিকারিক আরও জানিয়েছেন, লাদেনের মৃত্যুর সময় হামজার বয়স ছিল ২২। এখন ২৮ বছর বয়সেও সে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। আমেরিকা ইতিমধ্যেই তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করেছে। গত বছর ২টি অডিয়ো রেকর্ডে হামজা ইরিক আফগানিস্তানে মার্কিন বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বাবার খুনীদের চরম শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qgsyIx
May 13, 2017 at 08:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন