সোনার দোকানে চুরির কিনারা

ধূপগুড়ি,১১মেঃ সোনার দোকানে চুরির কিনারা করল পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া অলংকার। একই সঙ্গে বৃহস্পতিবার ঘটনার সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অমৃত সরকার। ধৃতকে এদিন আদালতে তোলা হলে বিচারক  দশ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকায় সম্প্রতি একটি সোনার দোকানে বেশ কিছু অলংকার চুরি যায়।অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ঠাকুরপাট এলাক থেকে অমৃত সরকারকে গ্রেফতার করে। তাকে জেরা করেই পশ্চিম দুরামারিতে অমৃতর বাড়ি থেকে চুরি যাওয়া অলংকার উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান, অমৃতর সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। ধূপগুড়ি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে।তার কাছ থেকেই চুরি যাওয়া অলংকার গুলি উদ্ধার হয়। জেরার মুখে ধৃতের সঙ্গে আরো কয়েকজন যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। তাদের খোঁজেই তল্লাশি শুরু করেছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pA50wc

May 11, 2017 at 02:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top