মুম্বাই, ০১ মে- বলিউডে নিজের ক্যারিয়ার গড়ে নিচ্ছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। বেশ কিছু ছবিতে কাজ করে তিনি আলোচনায় রয়েছেন। সর্বশেষ অবিনাশ দাশের ছবি আনারকলি অব আরাহতে বড়পর্দায় দেখা গিয়েছে তাকে। এই লাস্যময়ী অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাত্কারে জানালেন, অভিনয় করতে গিয়ে একাধিকবার শ্লীলতাহানির শিকার হতে হয়েছে তাকে। তিনি বলেছেন, রাজকোটে প্রেম রতন ধন পায়োর প্রোমোশনের সময় শ্লীলতাহানি করা হয় আমার। আমি সালমান স্যারের সঙ্গে ছিলাম। প্রায় দুহাজার মানুষ বিমানবন্দরে এসেছিলেন তাকে দেখতে। ঘিরে ধরেন আমাদের। কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় গলদ ছিল। সেখানেই ঘটনাটি ঘটে। কেউ বুঝতে পারেননি। পরে আমি যাতে ঠিকমতো গাড়িতে উঠতে পারি, ভিড় ঠেলে তার ব্যবস্থা করে দেন শ্রদ্ধেয় অভিনেতা অনুপম খের। শুধু তাই নয়, এর আগে মুম্বাই ও দিল্লি দুই শহরেই শ্লীলতাহানি ও ইভটিজিং-এর শিকার হয়েছেন তিনি। অবশ্য দিল্লিতে তার সঙ্গে যখন ওই ঘটনা ঘটে তিনি ঘুরিয়ে চড় মেরেছিলেন ছেলেটিকে। উপস্থিত সকলে নাকি অবাক হয়ে গিয়েছিলেন। সাক্ষাতকারে মুম্বাইয়ে লোকাল ট্রেনে করে ভ্রমন করতে গিয়েও বাজে অভিজ্ঞতা হয়েছিল স্বরার। তিনি বলেন, কোথাও একটা চেক আনতে যাচ্ছিলাম আমি। বিকেলবেলা, ফলে কামরা একেবারে ফাঁকা ছিল। হঠাৎ এক ড্রাগ অ্যাডিক্ট কামরায় ওঠে। ঘুরে তাকাতেই দেখি সে হস্তমৈথুন করছে! মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে যাই। বুঝতে পারি না, কী করব? তখনই নিজেকে সামলে নিয়ে ছাতা দিয়ে বেধড়ক পিটিয়েছিলাম ওই মাতালকে। সাক্ষাতকারে এই স্বরার সব বয়সের মহিলাদের কাছে আবেদন করেন, এমন কোনো ঘটনা ঘটলে মুখ বুজে সহ্য না করে প্রতিবাদ করুন। তা না হলে কখনওই পরিস্থিতি বদলাবে না। আর/১৭:১৪/০১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pA79vs
May 01, 2017 at 11:51PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন