বিশ্বনাথের হত্যা মামলার আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার

21.05.17-1

বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দিনমজুর আবদুল খালিক হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন-বিশ্বনাথ সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত মজিদ আলীর ছেলে তাজির আলী। গত শনিবার তাকে কিশোরগঞ্জ জেলার তারাইন থানার জাউয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা রয়েছে।

পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামীর নেতৃত্বে একদল পুলিশ কিশোরগঞ্জ জেলার তারাইন থানা পুলিশের সহযোগিতায় বিশ্বনাথের দিনমজুর আবদুল খালিক হত্যা মামলার আসামি তাজির আলীকে শনিবার গ্রেফতার করতে সক্ষম হয়।

হত্যা মামলার আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা রয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, চলিত বছরের ২০ এপ্রিল তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলার জানাইয়া গ্রামের তাজির আলী ও রাজনগর মোল্লারগাঁও গ্রামের আবদুল খালিকের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এতে আবদুল খালিক গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। গত ২০ এপ্রিল শুক্রবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় তাজির আলীকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qHbgXg

May 21, 2017 at 02:13PM
21 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top