জুনে ভারী রকেট পাঠাবে ইসরো

চেন্নাই, ১৪ মেঃ ‘দক্ষিণ এশিয়া’ উপগ্রহের সফল উৎক্ষেপণের পর এবার ইসরো’র মুকূটে জুড়তে চলেছে নয়া পালক। রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর কে সিভান জানান, আগামী জুন মাসেই মহাকাশে পাড়ি দেবে তাঁদের ৬৪০ টনের ভারী রকেট জিএসএলভি মার্ক-৩। গত ১২ বছর ধরে এই প্রকল্পের কাজ চলছে।

সিভান আরও জানান, এই মহাকাশযানে যে ইঞ্জিনটি ব্যবহার করা হচ্ছে তার ওজন ২৭ টন। যা আগের ইঞ্জিনগুলির তুলনায় প্রায় দ্বিগুণ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qjYqvC

May 14, 2017 at 11:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top