আদালত অবমাননায় দোযী সাব্যস্ত বিজয় মালিয়া

নয়াদিল্লি, ৯মেঃ আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হলেন বিজয় মালিয়া। আগামী ১০ জুলাইয়ের মধ্যে আদালতে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি একে গোয়েল এবং বিচারপতি ইউইউ ললিতের বেঞ্চ মঙ্গলবার এই রায় দিয়েছে। জানানো হয়েছে দুটি ক্ষেত্রে লিকার ব্যারন মালিয়া আদালত অবমাননা করেছে। বিভিন্ন ব্যাংকের থেকে নেওয়া ৯০০০ কোটি টাকার লোন শোধ করতে অস্বীকার করে মালিয়া। এর পরিপ্রেক্ষিতেই ওই ব্যাংকগুলির তরফে শীর্ষ আদালতে অবেদন করা হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2q1ychh

May 09, 2017 at 01:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top