রাষ্ট্র, আইন শৃঙ্খলাবাহিনী ও ক্ষমতাবানরা ধর্ষণকারীদের পক্ষ নিচ্ছে : নারী নেতৃবৃন্দ

fঢাকা::

সিপিবি নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, কোনো একটি নারী নির্যাতনের যদি দৃষ্টান্তমূলক বিচার এবং কঠোর শাস্তি হতো তাহলে নির্যাতক ও ধর্ষকরা পরবর্তী ঘটনা ঘটাতে সাহস পেত না। বরং উল্টোটাই হচ্ছে। রাষ্ট্র, সরকারি বাহিনী, আইন শৃঙ্খলাবাহিনী, ক্ষমতাবানরা ধর্ষণকারীর পক্ষ নিচ্ছে। এজন্য এর বিরুদ্ধে নারী সমাজকেই সমাজের প্রগতিশীল অংশকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সম্প্রতি সারাদেশে উদ্বেগজনক হারে বেড়ে যাওয়া খুন, ধর্ষণ এবং ঢাকার বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সিপিবি নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান।

জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, নারীর নিরাপদ জীবন যাপনের দায়িত্ব রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। অবিলম্বে সব ধর্ষণ নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, একটি সমাজে নারীর কি অবস্থান হবে তা আসলে নির্ভর করে রাষ্ট্রের কি দৃষ্টিভঙ্গি তার উপর। কাজেই নারীর নিরাপত্তার দায়িত্ব এবং নারী-পুরুষ সমতার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নারী সেলের নেতা অ্যাডভোকেট মাকসুদা আক্তার লাইলী, জলি তালুকদার, লুনা নূর, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা শামসুন্নাহার জোস্না এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি রুখসানা আফরোজ আশা।

সমাবেশ পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা এবং নারী সেলের অন্যতম নেতা লাকী আক্তার।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rmeop4

May 16, 2017 at 06:30PM
16 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top