লাকসামে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক ● বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে লাকসাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।

এসময় দৈনিক প্রতিদিনের সংবাদের লাকসাম প্রতিনিধি মোজাম্মেল হক আলমের উপস্থাপনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম পৌর মেয়র প্রফেসর আবুল খায়ের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, প্রেসক্লাব সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, উপজেলা যুবলীগের অন্যতম নেতা মোঃ মনিরুল ইসলাম রতন, পৌর প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, সাবেক প্রেসক্লাব সভাপতি আবদুল কুদ্দুছ, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম, প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও নয়াদিগন্তের মিজানুর রহমান, সাপ্তাহিক সময়ের দর্পনের নির্বাহী সম্পাদক ফারুক আল-শারাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব খান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আলোকিত বাংলাদেশ লাকসাম সংবাদদাতা আবদুর রহিম, বাংলাদেশ প্রতিদিনের সাইফ খান, আমাদের সময়ের চন্দন সাহা, আজকের জীবনের শহিদুল ইসলাম শাহিন, যুগান্তরের এম.এ মান্নান, সময়ের দর্পনের স্টাফ রিপোর্টার শাহ মোঃ নুরুল আলম, আজকের কুমিল্লার প্রতিনিধি সেলিম চৌধুরী হিরা, তরুণ ফটোগ্রাফার সাইফুল রাজু,  আলোর দিগন্তের প্রতিনিধি আহমেদ তমিজ উদ্দিন চুন্নু, অর্থনীতি প্রতিদিনের দেবব্রত পাল বাপ্পি, আজকের সংবাদের মাসুদুর রহমান, সাপ্তাহিক আলোর দিশারীর সাকিব হোসেন, অপরাদ বিচিত্রার খোরশেদ আলম, পত্রিকা এজেন্ট আবদুর রশিদ প্রমুখ।

বক্তারা অনুষ্ঠানে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ভূয়সী প্রশংসা করে বলেন, এ পত্রিকাটি অতীতের ন্যায় আগামী দিনে সমাজের দর্পণ হবে আশা করি। দেশ ও জনগণের কল্যাণে ভোরের সূর্যের মতো অতীতের ন্যায় জ্বলে উঠবে দুর্বার গতিতে। আমরা এ সংবাদপত্রটির সাফল্য কামনা করি প্রতিনিয়ত। পরে আনন্দ মুখর পরিবেশে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

The post লাকসামে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2rpsvNH

May 26, 2017 at 10:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top