লন্ডনে ধর্ষণচেষ্টার দৃশ্য ধারণ করল নারী, বাংলাদেশির জেল

লন্ডনের কেন্ট শহরের রামসগেট এলাকার ঘটনা। বিদ্যুৎ খরচ কমাতে রাতে সড়কের বাতিগুলো নিভিয়ে রাখা হয়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে আশরাফ মিয়া (৩৪) নামে এক বাংলাদেশি ১৮ বছর বয়সী ব্রিটিশ তরুণী লিলিয়েন কনস্টানটিনকে ধর্ষণের চেষ্টা করেন। আজ সোমবার যুক্তরাজ্যের মেইল অনলাইন এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে।

প্রতিবেদনে জানানো হয়, লিলিয়েন কৌশলে ওই ধর্ষণচেষ্টা ও হামলার দৃশ্য তাঁর মোবাইলে ধারণ করেন। ভিডিওতে ধস্তাধস্তির দৃশ্য রয়েছে। ভিডিওতে আশরাফকে ধরা পড়তেও দেখা যায়। এরপর যুক্তরাজ্যের আদালত ৪৭ সেকেন্ডের ওই ভিডিওকে আমলে এনে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত আশরাফ মিয়াকে সাড়ে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, দণ্ডপ্রাপ্ত আশরাফ মিয়া অবৈধভাবে লন্ডনে বসবাস করছিল। ভিডিওটির কারণে আশরাফ মিয়াকে শাস্তি দিতে সক্ষম হয়েছেন আদালত। গত মাসে তাঁর বিরুদ্ধে ওই শাস্তি ঘোষণা করেছে আদালত।

এদিকে হামলাকারীর দণ্ডাদেশের পর মেইল অনলাইনকে লিলিয়েন বলেন, ‘যৌন হামলার শিকার ও নির্যাতিতদের সাহসিকতার পরিচয় দিতে হবে। আমার মতো অবস্থায় থাকা কেউ যদি নিজের ফোনটি হাতে নিতে পারেন তাহলে চেষ্টা করুন ঘটনাটির ভিডিও ধারণ করতে। এতে সুবিচার পাওয়ার যথেষ্ট সুযোগ তৈরি হয়।’

লিলিয়েন আরো বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত যদি রাস্তার লাইটগুলো বন্ধ রাখা না হয়, তাহলে অপরাধ অনেকাংশে কমে যাবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2qTJBlR

May 24, 2017 at 08:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top