নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত ছয়জন কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার তার কার্যালয়ে কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
এর আগে গত ১২ মে কুসিক মেয়র মনিরুল হক সাক্কু ও ২৯ জন কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, কুসিকের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ৩৬ জন কাউন্সিলরের মধ্যে শপথ হয়নি এমন সাতজন কাউন্সিলর রয়েছেন। এদের মধ্যে বৃহস্পতিবার ছয়জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন। তারা হলেন- সাধারণ ১ নং ওয়ার্ডের কাজী গোলাম কিবরিয়া, ৮নং ওয়ার্ডের মোহাম্মদ একরাম হোসেন বাবু, ২১ নং ওয়ার্ডের কাজী মো. মাহবুবুর রহমান ও ২৭ নং ওয়ার্ডের আবুল হাসান এবং সংরক্ষিত ৭ নং ওয়ার্ডের উম্মে সালমা ও ৯ নং ওয়ার্ডের রুবী আক্তার।
কুসিক সচিব মো. হেলাল উদ্দিন জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তার কার্যালয়ে ছয়জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান। এ ছয়জন কাউন্সিলরের মধ্যে একরামুল হক বাবু ও গোলাম কিবরিয়া মামলায় গ্রেফতার হয়ে কুমিল্লা কারাগারে ছিলেন। তাদেরকে বৃহস্পতিবার ভোরে প্যারোলে মুক্ত করে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নেয়া হয়।
এছাড়া ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোশাররফ হোসেনের গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথ কবে হবে তা জানা যায়নি।
The post শপথ নিলেন কুসিকের ৬ কাউন্সিলর appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2qVYx3P
May 18, 2017 at 09:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন