অসাধারণ পারফরম্যান্স করেই মেসি নিজের প্রয়োজনীয়তা বোঝাতে সক্ষম হলেন বার্সেলোনা কর্মকর্তাদের। বিশেষ করে এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে অতিমানবীয় ফুটবল উপহার দিয়েছিলেন তিনি। এরপরই বার্সেলোনা কর্মকর্তারা ঘোষণা দিয়ে আসছিলেন, মেসির সঙ্গে নতুন করে চুক্তি করা হবে। কিন্তু একদিন আগে স্প্যানিশ মিডিয়ায় একের পর এক সংবাদ প্রকাশ হতে থাকে, মেসি বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। রিপোর্ট প্রকাশ করা হয়, বাৎসরিক ৩০ থেকে ৩৫ মিলিয়ন পারিশ্রমিকের প্রস্তাব দেয়া হয়েছিল মেসিকে; কিন্তু তিনি তাতে রাজি নন। এ কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে আজ বার্সেলোনার সহসভাপতি জর্দি মেস্ত্রে জানিয়ে দিয়েছেন, মেসির সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত। আগামী সপ্তাহেই হয়তো আমরা দুপক্ষ সেই চুক্তিতে স্বাক্ষর করে ফেলবো। স্প্যানিশ মিডিয়ায় একদিন আগে যে গুজব রটেছিল, সেটার সত্যতাও স্বীকার করেছেন বার্সা সহ-সভাপতি। তিনি জানিয়েছেন, মেসির কাছে আমরা প্রাথমিকভাবে যে প্রস্তাব দিয়েছিলাম, সেটা তিনি ফিরিয়ে দিয়েছেন। তবে নতুন একটি প্রস্তাব তিনি গ্রহণ করেছেন এবং সেটি আগামী সপ্তাহেই আশা করছি সম্পাদিত হয়ে যাবে। পুরনো চুক্তিতে মেসি আর মাত্র এক মৌসুম হয়তো বার্সার হয়ে খেলতে পারবেন। এরপর থেকে তিনি আর বার্সার থাকবেন না। পরবর্তী সময়ের জন্য নতুন করে মেসির সঙ্গে কবে চুক্তি হবে সেটাই ছিল সবচেয়ে বেশি আলোচনার বিষয়। মেসিও বার বার বলছিলেন, তিনি বার্সায় থাকতে চান। ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তি করতে চান; কিন্তু বার্সেলোনা কর্তৃপক্ষ কেন যেন খুব নির্বিকার ছিল। অবশেষে নীরবতা ভাঙলো তারা। মেসির সঙ্গে চুক্তির বিষয় নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছে। বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ পত্রিকা এএস রিপোর্ট প্রকাশ করেছিল, মেসি বার্সার ৩০ থেকে ৩৫ মিলিয়ন পারিশ্রমিকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বিষয়টা স্বীকার করে জর্দি মেস্ত্রে এক টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন, সত্য সব সময়ই সুন্দর। আমরাও আশা করছি দুই পক্ষের মধ্যে একটা সুন্দর সমাধানে আসার জন্য। অন্য কোথাও যদি আমাদের ভেতর কোনো সমস্যার কথা বলা হয়, তাহলে সেগুলো তাদের মনগড়া। মেসির চুক্তির বিষয়ে তিনি বলেন, লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়নটাই এখন আমাদের প্রধান কাজ। আমি এটা বলতে পারি যে, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আগামী কিছুদিনের মধ্যেই নতুন খবর জানাতে পারবো। আমি একেবারে সঠিক করে তারিখ বলতে পারবো না। তবে, এটা দীর্ঘ হবে না। বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যুও ইতিমধ্যে জানিয়েছেন, তারা চান লিওনেল মেসি হোক বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার। আর/১২:১৪/০৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pVp4e2
May 08, 2017 at 06:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top