ইসরাইলির হামলায় ফিলিস্তিনি যুবক নিহত

fইউরোপ ::

অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে অবৈধ বসতিস্থাপনকারী এক ইসরাইলির হামলায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক সাংবাদিক।

ইসরাইলের কথিত আটকাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনশনরত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে বের করা একটি মিছিলে হামলা হলে ওই যুবক নিহত হয় বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে।

বৃহস্পতিবার নাবলুস শহরের নয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত হোয়ারা শহরের কাছে অনুষ্ঠিত সমাবেশে অবৈধ বসতস্থাপনকারী অজ্ঞাত এক ইসরাইলি গাড়ি থেকে নেমে গুলি করতে থাকে। এতে ২৩ বছর বয়সী মুতাজ হোসেইন হিলাল বানি শামসা মারাত্মক আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

এছাড়া, হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মাজদি এশতায়াও আহত হয়েছেন। তাকে সাথে সাথেই রাফিদা হাসপাতালে নেয়া হয়। অবশ্য ডাক্তাররা তার আঘাতকে গুরুতর হিসেবে আখ্যায়িত করেননি।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনার পরপরই সেখানে বিপুল সংখ্যক ইসরাইলি সেনা মোতায়েন করা হয়। এর ফলে সেখানে ইসরাইলি সেনাবাহিনী এবং স্থানীয় ফিলিস্তিনিদের মধ্যে ব্যপক সংঘর্ষের সৃষ্টি হয়। তবে এ সময় কোনো ফিলিস্তিনি আটক বা আহত হয়েছেন কিনা সে সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pRyx9q

May 19, 2017 at 12:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top