লন্ডন, ২০ মে- বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের স্থানীয় প্রশাসনিক ইউনিট টাওয়ার হ্যামেলটস বোরো কাউন্সিলের স্পিকার নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম কোনো বাংলাদেশি নারী, যিনি কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় স্পিকার নির্বাচিত হয়েছেন। পূর্ব লন্ডনের প্রায় তিন লাখ জনগোষ্ঠীর এই বোরো (স্থানীয় কর্তৃপক্ষ) বাঙালি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত স্থানীয় টাউন হলে বুধবার রাতে বোরো কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র ক্যাবিনেটের রদবদলের অংশ হিসেবে স্পিকার পদে সাবিনা আক্তারের নাম প্রস্তাব করেন টাওয়ার হ্যামলেটস বোরোর মেয়র জন বিগস। এ সময় ডেপুটি মেয়র রিচ্যাল সন্ডার্স তাকে সমর্থন করেন এবং আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবিনা স্পিকার নির্বাচিত হন। আর/১৭:১৪/২০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2q3M3mq
May 21, 2017 at 12:19AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন