লাদেনের নামে আধার কার্ড তৈরির চেষ্টা

নয়াদিল্লি, ১৫ মেঃ বছর ছয়েক আগেই মৃত্যু হয়েছে আলকায়দা জঙ্গিগোষ্ঠীর প্রধান ওসামা বিন লাদেনের। কিন্তু বর্তমানে সেই লাদানের নামেই চেষ্টা চলছিল আধারকার্ড তৈরির। অভিযোগ, রাজস্থানের বাসিন্দা সাদ্দাম মনসুরি এই চেষ্টা করছিলেন। যদিও সফল হয়নি সেই চেষ্টা। ইতিমধ্যেই সাদ্দাম মনসুরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়ছে। পুলিশ ও আয়কর বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, সাদ্দাম মনসুরি নামে ওই ব্যক্তি রাজস্থানের ভিলওয়ারা জেলার মণ্ডল অঞ্চলে আধার নথিভুক্তকরণের একটি কেন্দ্র চালান। সেখান থেকেই তিনি লাদেনের নামে আধারকার্ড তৈরি করার চেষ্টা করেন বলে অভিযোগ। জেলার এসপি চঞ্চল মিশ্র বলেন, ‘মনসুরি ওই আধারের আবেদনে লাদেনের ঠিকানা হিসাবে অ্যাবটাবাদ শহর এবং জেলা ভিলওয়ালা লিখেছিলেন। এমনকি নিহত লাদেনের ছবিও দিয়েছিলেন। কিন্তু আঙুলের ছাপ ও পরিচয়পত্রের প্রমাণ দিতে পারেননি।’ এর ফলে ধরা পড়ে যান সাদ্দাম। রাজস্থানের আয়কর আধিকারিক সঞ্জয় আলুদিয়া জানান, নয়াদিল্লির তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে ফোন করে এই অসঙ্গতির কথা জানানো হয়। এরপরই সাদ্দামের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। কিন্তু এখনও পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণ সাদ্দামকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। খুব শীঘ্রই সাদ্দামকে জেরা করা হবে জানান আলুদিয়া।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qkuzoA

May 15, 2017 at 09:49PM
15 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top