জেমস বন্ড খ্যাত হলিউড তারকা রজার মুরের পরলোকগমনের খবর মঙ্গলবার প্রকাশ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট দিচ্ছেন অনেকে। তবে ব্রিটেনের মার্ক হেইনস এদিন যে পোস্ট দিয়েছেন তা কাঁদিয়েছে অসংখ্য মানুষকে। জেমস বন্ড তারকাকে মার্ক হেইনস প্রথম দেখেন ১৯৮৩ সালে। তার বয়স মাত্র ৭ বছর। সেদিন বিমান ধরতে তিনি দাদুর সঙ্গে নিস বিমানবন্দরে গিয়েছিলেন। ফেসবুকে সেই মধুর স্মৃতি নিয়ে মার্ক লেখেন, [আমি বিমানবন্দরে তাকে প্রথম দেখি। সেই সময় তার আসল নাম আমার জানা ছিল না। কিন্তু দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করা ব্যক্তিটিকে আমি জেমস বন্ড নামেই চিনতাম। দাদুর হাত ধরে হেঁটে যাওয়ার সময় দেখলাম বিমানবন্দরের প্রথম শ্রেণীর লাউঞ্জে এক ব্যক্তি চেয়ারে বসে পেপার পড়ছেন। প্রথম দেখাতেই বুঝলাম তিনি যে সে ব্যক্তি নন, জেমন বন্ড! দুর্ধর্ষ গুপ্তচর! দাদু ততক্ষণে আমার হাত ধরে অনেকটা দূরে চলে এসেছিলেন। আমি দাদুকে বললাম, চেয়ারে বসে থাকা বিখ্যাত ব্যক্তিটির অটোগ্রাফ নিতে চাই। আমার দাদু অবশ্য তাকে চিনতেন না। তবে আমার আবদারের কারণে তিনি ভদ্রলোকটির সামনে যান। গিয়ে বলেন, আমার নাতি বলছে তুমি নাকি খুব বিখ্যাত ব্যক্তি! তাই সে তোমার অটোগ্রাফ চায়। তুমি কি দেবে? এমন কথা শুনেও অবিচল রজার মুর আমার নাম জানতে চাইলেন। এগিয়ে দেয়া প্লেনের টিকেটের পেছনে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে অটোগ্রাফও দিয়ে দিলেন। আমি তখন বেজায় খুশি। কিন্তু টিকিটের পেছনে তার নামের জায়গায় চোখ পড়তেই মনটা খারাপ হয়ে গেল। সেখানে লেখা থাকার কথা জেমস বন্ড, কিন্তু লেখা রয়েছে রজার মুর। আমার তখন ধারণাই ছিল না যে জেমস বন্ড কাল্পনিক চরিত্র। ফলে দাদুকে আমি বললাম, স্বাক্ষরের জায়গায় ভুল হয়েছে। তিনি আসল নাম লেখেননি। ফলে আমার দাদু আবার তার কাছে গেলেন। বললেন, আমার নাতি বলছে তুমি নাম ভুল করেছ। এটা অন্য কারও নাম! সেই দৃশ্যটি আমার এখনও মনে আছে। দূরে বসে দেখছিলাম দাদু তাকে বলছেন, নাতি বলছে তোমার নাম জেমস বন্ড। কিন্তু তুমি অন্য নামে অটোগ্রাফ দিয়েছ। এ আর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qg3uR0
May 25, 2017 at 02:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন