জমির মাটির স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগে কৃষি বিভাগ

চালসা, ৩ মেঃ কৃষকদের জমির মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল মেটেলি ব্লক কৃষি বিভাগ। কৃষকদের জমি থেকে মাটি নিয়ে তার পরীক্ষা করা হবে জানা গিয়েছে। এরজন্য বুধবার কৃষি বিভাগের তরফে একটি ট্যাবলো ব্লকের বিভিন্ন জায়গায় ঘোরে। মাটি পরীক্ষার পর কৃষকদের একটি কার্ডও দেওয়া হবে। যাতে মাটির যাবতীয় তথ্য দেওয়া থাকবে। ইতিমধ্যেই কর্মীরা গিয়ে ওই মাটি সংগ্রহ করবে বলে জানা যায়।



from Uttarbanga Sambad http://ift.tt/2pEW1eP

May 03, 2017 at 07:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top