নয়া দিল্লী, ১৮ মে- চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টিম ইন্ডিয়া। মঙ্গলবার বিরাট কোহলিদের ক্যারিবিয়ান সফরের সূচি প্রকাশ করল বিসিসিআই। ১ থেকে ১৮ জুন ইংল্যান্ডের মাটিতে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ক্যারিবিয়ান সফরে যাবে টিম ইন্ডিয়া। পাঁচটি ওয়ান ডে এবং একটি টি-২০ ম্যাচ খেলবে বিরাটবাহিনী। ফলে ব্যাক টু ব্যাক ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারত। গত বছর অগস্টে চার টেস্টের সিরিজে খেলতে ক্যারিবিয়ান সফরে গিয়েছিল ভারত৷ ২-০ সিরিজও জিতে আসে বিরাটবাহিনী। এবার ওয়ান ডে সিরিজ খেলতে যাবে মেন ইন ব্লু। প্রথম ওয়ান ডে: ২৩ জুন, কুইন্স পার্ক ওভাল দ্বিতীয় ওয়ান ডে: ২৫ জুন, কুইন্স পার্ক ওভাল তৃতীয় ওয়ান ডে: ৩০ জুন, এসভিআরএস চতুর্থ ওয়ান ডে: ২ জুলাই, এসভিআরএস পঞ্চম ওয়ান ডে: ৬ জুলাই, সাবাইনা পার্ক একমাত্র টি-২০: ৯ জুলাই, সাবাইনা পার্ক৷ আর/০৭:১৪/১৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rsXnZI
May 18, 2017 at 02:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top