হায়দরাবাদ, ২১ মে- ফাইনাল এতটা ম্যাড়ম্যাড়ে হবে কে জানতো। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইপিএল দশম আসরের ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে পুনের বোলারদের সাঁড়াসি আক্রমণের শিকার হলো মুম্বাই ইন্ডিয়ান্স। পুনের বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে সক্ষম হয়েছে রোহিত শর্মার দল। দশম আসরের শিরোপা জিততে হলে পুনেকে করতে হবে ১৩০ রান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেকায়দায় মুম্বাই ইন্ডিয়ান্স। দলীয় ৭ রানে পার্থিব প্যাটেল, ৮ রানে হারায় লেন্ডল সিমন্সকে। ক্যারিবিয়ান এই ওপেনার গত কয়েকম্যাচই ছিলেন দারুণ অফফর্মে। এরপর আম্বাতি রাইডু ১২ রান করে রান আউট হয়ে যান। ২২ বলে ২৪ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। একমাত্র ক্রুনাল পান্ডিয়াই যা কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছিলেন। তিনি করেন ৩৮ বলে সর্বোচ্চ ৪৭ রান। কাইরণ পোলার্ড মাঠে নেমে শুরুতেই ছক্কা মেরে উপস্থিতি জানান দিয়েছিলেন; কিন্তু অ্যাডাম জাম্পার বলে মনোজ তিওয়ারির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। হার্দিক পান্ডিয়া করেন ১০ রান। মিচেল জনসন ১৩ রানে অপরাজিত থাকেন। পুনের হয়ে জয়দেব উনাড়কট, অ্যাডাম জাম্পা এবং ড্যানিয়েল ক্রিশ্চিয়ান নেন ২টি করে উইকেট। আর/১০:১৪/২১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qL2eGz
May 22, 2017 at 04:45AM
21 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top