শাসকদল ছেড়ে সিপিএম-এ যোগদান একাধিক পরিবারের

চালসা, ৭মেঃ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএম-এ যোগ দিলেন ৬টি পরিবার। রবিবার সকালে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বড়দিঘি বস্তি এলাকার ওই পরিবারগুলি সিপিএম-এর দলীয় পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন সিপিএম-এর সারা ভারত কৃষক সভার মেটেলি জোনাল সম্পাদক ক্ষুদিরাম রায়, বিধাননগর অঞ্চল স্থানীয় সম্পাদক জিতেন রায়, ডিওয়াইএফআই-এর মেটেলি জোনাল সম্পাদক আশিস রায় প্রমুখ। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই যোগদানের বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি।



from Uttarbanga Sambad http://ift.tt/2qO8tsO

May 07, 2017 at 01:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top