কলকাতা, ২২ মেঃ ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ বামপন্থী ১১টি কৃষক সংগঠনের ডাকা নবান্ন অভিযান। ১৮ দফা দাবিতে দুপুর ১ টায় শুরু হবে এই অভিযান। ইতিমধ্যেই হাওড়া ফরশোর রোডের বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়ার জন্য স্টিলের কাঠামো মজুত করা হয়েছে। কলকাতা ও হাওড়ার পাঁচটি জায়গা থেকে নবান্ন অভিমুখে ঘোষিত কর্মসূচী। তবে ঘোষিত রোডম্যাপ খানিকটা পরিবর্তন করা হয়েছে। যানযটের সমস্যায় পড়তে পারে গোটা শহর।
বামফ্রন্টের প্রথম সারির নেতা সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, মহম্মদ সেলিম, হান্নান মোল্লা মদন ঘোষ সহ আরও অনেকে এই অভিযানে নেমেছেন রাস্তায়।
কাঠফাটা রোদে বিভিন্ন জায়গায় থাকছে অ্যাম্বুলেন্স। মিছিল মোকাবিলায় থাকছে অতিরিক্ত পুলিশ বাহিনী। থাকছে র্যাফ, জলকামান, কমব্যাট ফোর্স, হেভি রেডিং ফ্লাইং স্কোয়াড।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2r81Jte
May 22, 2017 at 12:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন