সিডনি, ১১ মে- ১১ মে। বাংলাদেশ সময় দুপুর ২টার কাছাকাছি। ফেসবুক লগইন করতেই দেখা মিলল ম্যাসেঞ্জারে কল দিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এর কিছুক্ষণ পরে ভাইবারে কথা হল তার সঙ্গে। কথার শুরুতেই লক্ষ্য করা গেল-শুভর কণ্ঠ ভরা উচ্ছ্বাস! নিশ্চয়ই নতুন কোন খবর রয়েছে...। কথা প্রসঙ্গে জানালেন, তিনি প্রথমবারের মত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে একটি মঞ্চ নাটকে অভিনয় করতে যাচ্ছেন। এ মঞ্চনাটকের নাম আই অ্যাম দ্য ফাদার। এতে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ তুলে ধরা হবে। এছাড়াও প্রথমবারের মতো মঞ্চেও অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেতা। আরিফিন শুভ এখন অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থান করছেন। সেই সঙ্গে প্রস্তুতিও নিচ্ছেন। এছাড়াও এ নাটকে থাকছেন বিশ্বের আরও তিনি মহান নেতা। তারা হলেন- ভারতের মহাত্মা গান্ধী, আমেরিকার আব্রাহাম লিংকন ও কিউবার ফিদ্রেল কাস্তো। শুভ বলেন, আমার ছোট্ট শিল্পী জীবনদশায় এরকম একটি মানুষের চরিত্রে অভিনয় করতে পারছি এটি বড় একটি বিষয়। এটা আমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মত। আমার জীবনের স্মরণীয় একটি মুহূর্ত হবে। একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করাটা আমার জীবনের সবেচেয়ে বড় একটি পাওয়া। আসছে ১৩ই মে সিডনি শহরের এএনজেড স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া তাদের ২৫ বছর পূর্তিতে এ আয়োজনটি করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে-এতে প্রায় ২৫-৩০ হাজার এর মত দর্শক উপস্থিত থাকবেন। কথা শেষে আরিফিন শুভ জানালেন, ঢাকায় ফিরবেন ১৮ কিংবা ১৯ই মে। এছাড়া নতুন একটি সিনেমাতে অভিনয়ের বিষয়ে কথাবার্তা চলছে। ঢাকায় ফেরার পর পরই নিশ্চিত হয়ে যাবেন তিনি। আর/০৭:১৪/১২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qZZmbd
May 12, 2017 at 02:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top