রায়গঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শনে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদল

রায়গঞ্জ, ৭ মেঃ রাজ্য স্বাস্থ্য ভবনের জয়েন্ট ডিরেক্টর জলি চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আজ রায়গঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন। রায়গঞ্জ হাসপাতালের পাশাপাশি সংলগ্ন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন। এছাড়াও হাসপাতাল সংলগ্ন প্রস্তাবিত মেডিকেল কলেজের জায়গাও পরিদর্শন করেন। এদিন সকাল ১১ টার সময় রায়গঞ্জ জেলা হাসপাতালের ভেতরে অবস্থিত মেডিকেল বিভাগ, সার্জিক্যাল বিভাগ, ব্লাড ব্যাংক, প্যাথলজি সহ একাধিক জায়গা ঘুরে দেখেন। জেলা হাসপাতালের পেছনে জমা জল দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং এই জমা জল অতিশীঘ্রই সরানোর নির্দেশ দেন। এদিকে সুপার স্পেশালিটি হাসপাতালে জল সংযোগ না হওয়ার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন এই দল। স্বাস্থ্য দপ্তরের ইঞ্জিনিয়ারকে যত দ্রুত সম্ভব জলের পাইপ লাগানোর নির্দেশ দেওয়া হয়। এদিন দুপুর ১২টায় কর্ণজোড়ার সার্কেট হাউসে জেলা স্বাস্থ্যকর্তা সহ আধিকারিকদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2pjj8K5

May 07, 2017 at 05:00PM
07 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top