দুই জনকে খুন- করেছেন রমজান আলী

images-3-300x166

বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের কাইয়া-কাইড় নতুনবাজারের নৈশ্য প্রহরী ভুট্রো ও চাচাত ভাই ওয়ারিছ আলীকে খুন করেছেন বলে স্বীকার করেন ধীতপুর গ্রামের রমজান আলী। মৃত্যুর পূর্বে সিলেট কোর্টে ১৬৪ ধারা জবানবন্ধিতে রমজান আলী ভুট্রো ও ওয়ারিছ আলী খুনের ঘটনা স্বীকার করেছেন বলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. মনিরুল ইসলাম পিপিএম এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। ওসি বলেন, রমজান আলী একজন মানসিক রোগী ছিলেন।

এদিকে এই রমজান আলীই ধীতপুর গ্রামের বিশিষ্ট সালীশ ব্যক্তিত্ব মো. চন্দন মিয়াকেও ছুরিকাঘাত করেছিলেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।

প্রসঙ্গত: মঙ্গলবার সন্ধ্যায় চাচাত ভাই রমজান আলীর(৬৫) ছুুরিকাঘাতে গূরুত্বর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বৃদ্ধ ওয়ারিছ আলী। ছুরিকাঘাতের ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী মায়া বেগম বাদি হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৮ (তাং ১২/০৫/১৭ইং)। মামলা দায়েরের পর ওই রাতেই ঘাতক রমজান আলীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। শুক্রবার রাতে রমজান আলী মৃত্যু বরণ করেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qFfy22

May 14, 2017 at 01:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top