লন্ডন, ২২ মে- কেন্টের রামসগেট এলাকা। বিদ্যুত খরচ কমানোর জন্য রাতে সড়কবাতিগুলো নিভিয়ে দিয়েছে। রাত দুটার দিকে ওৎ পেতে থাকা বাংলাদেশী আশরাফ মিয়া (৩৪) ঝাঁপিয়ে পড়ে ১৮ বছর বয়সী লিলিয়েন কনস্টানটিনের ওপর। তাকে ধর্ষণের চেষ্টা করে। লিলিয়েন নিজেই সেই দৃশ্য তার মোবাইলে ধারণ করতে সক্ষম হন। তিনি কৌশলে রেকর্ড বোতামে চাপ দিয়ে পুরো দৃশ্য ধারণ করেন মোবাইলে। এতে আশরাফের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য লিলিয়েনের আর্তনাদের শব্দ পর্যন্ত রয়েছে। রয়েছে ধস্তাধস্তির দৃশ্য। পরে লিলিয়েন তা তুলে দেন পুলিশের হাতে। অমনি ধরা পড়ে আশরাফ। বিচার কাজ শেষ করে তাকে সাড়ে ১৩ বছরের জেল দিয়েছে আদালত। আশরাফ মিয়া কেন্টে ফাইফয়মায়েশের কাজ করে। অবৈধভাবে অবস্থান করছিল সে। এ বিষয়ে সোমবার অনলাইন ডেইলি মেইল একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, লিলিয়েনকে ধর্ষণ চেষ্টার ভিডিও রেকর্ডটি ২ মিনিট ৪৭ সেকেন্ডের। সম্ভবত এটাই প্রথম এমন কোন রেকর্ডিং, যেখানে নরপিশাচের শিকারে পরিণত হওয়া বা শিকারে পড়া কোন নারী, যুবতী নিজেই ওই দৃশ্য রেকর্ড করেছেন। আর তারই ফলশ্রুতিতে আশরাফ মিয়াকে যেতে হয়েছে জেলে। গত মাসে তার বিরুদ্ধে ওই শাস্তি ঘোষণা করেছে আদালত। এর ফলে লিলিয়েন অন্য যৌন নির্যাতিতদের সাহসী হতে বলেছেন। বলেছেন, সাহস নিয়ে যৌন নির্যাতনকারীর বিরুদ্ধে অবস্থান নিন। তিনি বলেন, একজন পূর্ণ বয়স্ক পুরুষের বিরুদ্ধে আমার শক্তির লড়াইয়ে পেরে উঠার কথা ছিল না। আমার মতো অবস্থায় থাকা কেউ যদি নিজের ফোনটি হাতে নিতে পারেন তাহলে চেষ্টা করুন ঘটনাটির ভিডিও ধারণ করতে। এতে সুবিচার পাওয়ার যথেষ্ট সুযোগ সৃষ্টি হয়। আর/১৭:১৪/২২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2r95UVq
May 23, 2017 at 02:09AM
22 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top