কলকাতা, ০২ মে- লেক মলের সামনে শনিবার ভোররাতের পথ দুর্ঘটনা সম্পর্কে এখনও অনেক কিছু জানার বাকি আছে তদন্তকারীদের। তাই আপাতত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় তাঁরা। তবে বিক্রমের গাফিলতির জেরেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে মৃত মডেল তথা অভিনেত্রী সনিকা সিংহ চৌহানের পরিবার। পুলিশ সূত্রের খবর, সোমবার বিক্রমের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছে সনিকার পরিবার। দুর্ঘটনার ভোরে গাড়ি চালাচ্ছিলেন বিক্রমই। তাঁর পাশের আসনেই ছিলেন সনিকা। দুর্ঘটনায় মারা যান সনিকা। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত বিক্রম। এদিন হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর দেবাশিস শর্মা এক বিবৃতিতে জানান, বিক্রমের অবস্থার উন্নতি হচ্ছে। হাসপাতালের এক চিকিৎসক বলেন, অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল। এদিনও হাসপাতালে বিক্রমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। এক অভিনেত্রী বলেন, ও এখন কিছু কথাবার্তা বলছে। তবে চোখেমুখে আতঙ্কের ছাপ রয়েছে। তবে এদিন ওকে স্যুপ দেওয়া হয়েছিল। অভিনেতার বিরুদ্ধে গাফিলতিতে মৃত্যু, বেপরোয়া গাড়ি চালানো-সহ তিনটি ধারায় মামলা রুজু হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে রবিবারই দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষা করে দেখেন। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার পরেই বিক্রমকে প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাতে কারণ স্পষ্ট হয়নি। দুর্ঘটনার তদন্তে নেমেছে কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেটাল স্কোয়াড। এক পুলিশ আধিকারিকের কথায়, বিক্রমের কাছ থেকে বিস্তারিত জানা প্রয়োজন। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেই জিজ্ঞাসাবাদ করা হবে। রবিবার রাতেই সনিকার বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে এসেছেন বিক্রমের বাবা বিজয় চট্টোপাধ্যায়। আজ মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ মিডলটন রো-য়ে একটি গির্জায় সনিকার শেষকৃত্য হবে। এদিন বিজয় বলেন, দেখা করে এসেছি। নিশ্চই শেষকৃত্যে থাকার চেষ্টা করব।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qmSnsy
May 02, 2017 at 04:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top