শহিদদের পাশে দাঁড়ানোয় মাওবাদীদের হুমকির মুখে সাইনা, অক্ষয়

ভোপাল, ২৯ মেঃ সুকমায় নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোয় মাওবাদীদের রোষের মুখে পড়তে হল বলিউডের অভিনেতা অক্ষয় কুমার ও ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে।

উল্লেখ্য, ১৬ মার্চ ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে শহিদ হন ১২ জন সিআরপিএফ জওয়ান। তাদের পরিবারকে আর্থিক সাহায্য করতে এগিয়ে এসেছিলেন এই দুই তারকা। অক্ষয় কুমার ১২ জওয়ানের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য করেন। সাইনা নেহওয়াল প্রত্যেকের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে সাহায্য করেন।

হিন্দি ও উপজাতীয় গোন্দ ভাষায় লেখা প্যামফ্লেটে অক্ষয় ও সাইনাকে সাবধান করেছে মাও জঙ্গিরা। সেখানে বলা হয়েছে নিরাপত্তাকর্মীরা কর্পোরেট হাউসগুলির স্বার্থ রক্ষার কাজ করে। তাই তাদের যাতে কোনোভাবেই সাহায্য না করা হয়। তার চেয়ে বরং সেলিব্রিটিরা যেন মাওবাদীদের সাহায্য করে। ছত্তিশগড়ের বস্তার জেলার দক্ষিণে দান্তেওয়াড়ার বয়লাডিলা এলাকায় পাওয়া গিয়েছে ওই প্যামফ্লেটগুলি। সংগঠনের অর্ধশতবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহভর উৎসব পালন করছে মাওবাদীরা। সেই উপলক্ষ্যেই এই প্যামফ্লেট ছাপিয়ে বিলি করছে তারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2scMT16

May 29, 2017 at 01:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top