মাকে বাঁচাতে আক্রান্ত ছেলে!

মালদা, ১৯ মেঃ এক মহিলাকে জোর করে মদ খাইয়ে কুকর্ম করার চেষ্টা। তাতে বাঁধা দিতে গিয়ে আক্রান্ত ছেলে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রামপঞ্চায়েতের আনন্দিপুর গ্রামে। আহত ছেলে আসিফ শেখ মালদা মেডিকেলে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, আজ সকালে কাজ সেরে মা ও ছেলে আমবাগান দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় এলাকার ইজরাইল শেখ ও আলি শেখ সহ বেশ কয়কজন তাদের পথ আটকায়। এরপর ছেলেকে ধরে রেখে তার সামনে মাকে মদ খাইয়ে কুকর্ম করার চেষ্টা করে। কোনোক্রমে ওই দুষ্কৃতীদের হাত ছাড়িয়ে মাকে বাঁচাতে গেলে ছেলেকে লাঠি দিয়ে বেধরক মারধর করতে থাকে দুষ্কৃতীরা। মা ও ছেলের চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত ছেলেকে উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2q1bwgz

May 19, 2017 at 10:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top