নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা টাউন হল মাঠে বেলুন উড়িয়ে দিনব্যাপী স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম।
মঙ্গলবার বেলা ১২টায় আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান শ্লোগানে সূর্যের হাসি ক্লিনিক, স্বনির্ভর বাংলাদেশ, কুমিল্লা সদর ও সংরাইশ (ছোটরা) সার্বিক ব্যবস্থাপনায় স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা: কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বনির্ভর বাংলাদেশ প্রকল্প পরিচালক একেএম জাহিদুল ইসলাম, কুমিল্লা সিটিকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়া,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহবুবুল করিম,আদর্শ সদর কর্মকর্তা চৌধুরী মোর্শেদ আলম,জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য নারীনেত্রী পাপড়ি বসু, সিটি কাউন্সিলার ইমরান বাচ্চু, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার কাজী ইকরাম হোসেন,প্রকল্প পরিচালক মো: রফিকুল ইসলাম,ক্লিনিক ম্যানেজার মোহাম্মদ রাজু হোসেন।
এর আগে কুমিল্লা টাউনহল থেকে স্বাস্থ্য সচেতনাতায় বিভিন্ন ব্যানার -ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আগত অতিথিরা স্বাস্থ্যমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় ২৫টি স্টলে দিনভর কুমিল্লার মানুষের বেশ সমাগম ছিলো।সুর্যের হাসি ক্লিনিক স্টলে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
The post কুমিল্লায় দিনব্যাপী স্বাস্থ্য মেলার উদ্বোধন appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2rd5Vb5
May 23, 2017 at 07:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন