চিলি ওপেন জিতে ইতিহাস সৌম্যজিতের

স্যান্টিয়াগো, ১ মেঃ দীর্ঘ প্যাডলার জীবনে অনেক নজির গড়েছেন সৌম্যজিৎ ঘোষ। সেই মুকুটে যুক্ত হল আরও একটি রঙিন পালক। প্রথম ভারতীয় হিসেবে চিলি ওপেনে ডাবলস জিতলেন শিলিগুড়ির হাকিমপাড়ার তরুণ। সঙ্গী প্রিয় বন্ধু অ্যান্টনি অমলরাজ। আইটিটিএফ চ্যালেঞ্জ সিরিজ বা আইটিটিএফ ওয়ার্ল্ড টুরে ভারতীয়দের এটাই প্রথম ডাবলস খেতাব। ফাইনালে সৌম্যজিৎ এবং অ্যান্টনি চার গেমে হারিয়ে দেন বুলগেরিয়ার ফিলিপ ফ্লোরিৎজ এবং রোমানিয়ার হুনোর সকস জুটিকে। স্কোর ১৩-১১, ১০-১২, ১৪-১২, ১১-৯। সেটা বিকেলের কথা। পরে সিঙ্গলস খেতাবও জিতে নেন সৌম্যজিৎ। দুই বন্ধুর লড়াইয়ে ফাইনালে তিনি জেতেন অ্যান্টনির বিরুদ্ধে। স্কোর ৮-১১, ১৩-১১, ১১-৬, ১১-৯, ৪-১১, ১১-৭। ইতিহাসের সঙ্গে দ্বিমুকুট। সৌম্যজিৎ যাকে বলে খুশি। বলছিলেন, ‘প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন। দারুণ লাগছে।’ একটু থেমে তিনি আরও শুনিয়েছেন, ‘দশ বছরেরও বেশি হল আন্তর্জাতিক পর্যায়ে খেলছি। সব সময়ই খেতাব জিতেছে হয় চিন-জাপান, নয় জার্মানি। এবার জয়ীদের তালিকায় ভারতের নাম তুললাম। এটা দেশের টেবল টেনিসের ভবিষ্যতের জন্য খুব ভালো।’



from Uttarbanga Sambad http://ift.tt/2qjO29w

May 01, 2017 at 01:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top