রামপুরে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৪

নয়াদিল্লি, ২৯ মেঃ উত্তরপ্রদেশের রামপুরে দুই মহিলার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়ো দেখেই এদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার বিপিন টান্ডা। তিনি বলেন, ‘রবিবার রাতেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। সোমবার সকালে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’

জানা গিয়েছে, গত ২২ মে রামপুরে প্রকাশ্য রাস্তায় দুই মহিলার শ্লীলতাহানি করে স্থানীয় কয়েকজন যুবক। তারপর তারাই পুরো ঘটনাটি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। কয়েক মিনিটের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ১২-১৪ জন যুবক মোটরবাইকে চেপে এসে একটি সরু গলিতে দুই মহিলার পথ আটকে শ্লীলতাহানি করছে। ওই মহিলা পালানোর চেষ্টা করছেন। কিন্তু তাঁদের পথ আটকে ব্যঙ্গ করছে যুবকেরা। এই ভিডিয়ো দেখেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qsH6YT

May 29, 2017 at 11:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top