ঢাকা, ০৩ মে- অধিনায়কত্বটা সাকিবের কাছে নতুন কিছু নয়। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত ক্রিকেটের তিন ফরম্যাটেই দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। হঠাৎ টি-টোয়েন্টি থেকে মাশরাফির অবসরের পর সীমিত ওভারের এই ফরম্যাটের আবারও অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে দেশসেরা এই অল-রাউন্ডারের কাঁধে। তবে এবার টি-টোয়েন্টির অধিনায়কত্বটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন সাকিব। কলকাতায় ওয়ান ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, যে কোনো দায়িত্বই চ্যালেঞ্জের। এটা নির্ভর করে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন। আমরা দিন দিন ভালো করছি। তবে টি-টোয়েন্টিতে আমাদের আরও উন্নতি করতে হবে। আমি যখন অধিনায়ক ছিলাম, সেসময় আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। এরপর থেকে আমরা ধীরে ধীরে জিততে শুরু করলাম। আর এখন নিয়মিত ম্যাচ জিতছি। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আমি দলকে নিয়মিতই জেতাতে চাই। এদিকে বাংলাদেশের এই দলকে সেরা উল্লেখ করে সাকিব আরও বলেন, টিম কম্বিনেশনের বিচারেই এটি বাংলাদেশের সেরা দল। এ দলে বর্তমান বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান ,পেসার, স্পিনার আছে। গত দুই বছরে বাংলাদেশের পারফরম্যান্সই আমার কথাকে সমর্থন জোগাচ্ছে। আমাদের ক্রিকেট সঠিক পথেই আছে। দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর এ গ্রুপটাকে কঠিন মেনেই সাকিব বলেন, কোনো সন্দেহ নেই, চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা কঠিন গ্রুপে পড়েছি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তো প্রতিযোগিতার ফেবারিট। তবে আমরা ভালো করার ব্যাপারে আশাবাদী। চলতি মৌসুমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলা সাকিব বলেন, চলতি আসরে আমি দলকে খুব বেশি কিছু দিতে পারিনি। কিন্তু একটা দল হিসাবে কলকাতা নাইট রাইডার্স খুব ভাল খেলেছে এবং এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে দলই আগে, এখানে অভিযোগের কোনো জায়গা নেই। তবে সুযোগের অপেক্ষায় আছি। আর/১৭:১৪/০৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pEZ4ng
May 04, 2017 at 12:25AM
03 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top