‘আমেরিকাবাসী আমি আসছি’, লাদেনের ছেলের গোপন চিঠি ফাঁস

fআমেরিকা ::

লাদেনের সন্ত্রাস-সাম্রাজ্যের উত্তরাধিকারী যে একমাত্র হামজাই হতে পারে, সেটা আগেই অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। ওসামা বিন লাদেনের সেই ছেলের লেখা একটি চিঠি থেকে আরো স্পষ্ট হলো তার সন্ত্রাসবাদী মনোভাব। আট বছর আগের একটি চিঠি সম্প্রতি প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দারা। যেখানে সে তার বাবাকে প্রতিশ্রুতি দিচ্ছে যে, বাবার সঙ্গে যা হয়েছে তার প্রতিশোধ সে নেবেই।

বর্তমানে হামজার বয়স ২৮। ২২ বছর বয়সেই সে তার বাবাকে ওই চিঠি লিখেছিল। এক প্রাক্তন এফবিআই কর্তা, যিনি ৯/১১ হামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তিনিই সম্প্রতি এই চিঠি প্রকাশ্যে এসেছেন। আলি সউফান নামে ওই গোয়েন্দা ইনভেস্টিগেশন ব্যুরোর চিফ ছিলেন। তার মতে, হামজা যখন ছোট ছিল তখন থেকেই স্থির হয়ে গিয়েছিল যে লাদেনের পরে আল-কায়েদা চালাবে সেইই।

সউফান জানান, দীর্ঘদিন বাবার দেখা পায়নি হামজা। সেইসময়ই এই চিঠি লেখে সে। হামজা বাবাকে লিখছে, ‘প্রত্যেকটা হাসি, যা তুমি আমাকে উপহার দিয়েছ, প্রত্যেকটা কথা যা তুমি আমাকে বলেছ সব মনে আছে। আল্লার নামে আমি জিহাদের পথ বেছে নিচ্ছি।’ আল-কায়েদার একাধিক প্রচারমূলক ভিডিওতে দেখা গিয়েছে হামজাকে। লন্ডন, ওয়াশিংটন, প্যারিসে বারবার হামলার হুমকি দিতে দেখা গেছে তাকে। চলতি বছরের জানুয়ারিতে ‘specially designated global terrorist’ তকমা দেয়া হয়েছে হামজাকে। ওসামাকেও এই তকমা দেয়া হয়েছিল। বাবার ভাষাতেই কথা বলতে দেখা যায় হামজাকে। মূলত প্রতিশোধ নেওয়ার কথাই উঠে আসে হামজার ভাষণে। তার মূল বক্তব্য হল, ”আমেরিকাবাসী আমি আসছি। তোমাদের বুঝিয়ে দেব। বাবার সঙ্গে যা করেছ, তার বদলা নেবই।”

লাদেনের মৃত্যুর পর তার পরিবারকে লেখা অনেক চিঠিই প্রকাশ্যে আনা হয়। একটি চিঠিতে দেখা যাচ্ছে, হামজার মাও তাকে বাবার পদাঙ্ক অনুসরণ করতে উৎসাহিত করছে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2r3HdcJ

May 13, 2017 at 05:00PM
13 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top