গাড়িধুড়া, ১২ মেঃ পাঙ্খাবাড়ি রাস্তার ধারে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে রাস্তার ধারে ওই বাঘটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বামনপোখড়ি রেঞ্জের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে। বামনপোখড়ি রেঞ্জের ডিফও সন্দিপ বারওয়ালের উপস্থিতিতে বাঘটির ময়নাতদন্ত করা হয়। এরপর চিতাবাঘটির মৃতদেহ জঙ্গলেই দাহ করা হয়।
ইতিমধ্যেই বাঘটির দেহের কিছু অংশ পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে বনকর্মীদের প্রাথমিক তদন্তে অনুমান, মাথায় আঘাতের দরুণ চিতাবাঘটির মৃত্যু হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2q8lU9b
May 12, 2017 at 02:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন