সিয়াচেনে পাক বিমান, তবে লঙ্ঘিত হয়নি বায়ুসীমাঃ বায়ুসেনা

সিয়াচেন, ২৪ মেঃ ভারতের প্রত্যাঘাতের পর শুরু হয়ে গিয়েছে পাক তত্পরতা। ভারতীয় সেনাবাহিনীর পাক সেনা চৌকি ধ্বংসের ভিডিও প্রকাশের মাত্র একদিনের মধ্যেই বুধবার সকাল থেকেই ভারত-পাক সীমান্ত লাগোয়া বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়চেনের কাছে দেখা গিয়েছে পাক যুদ্ধবিমান মিরাজ। কিন্তু ভারতের বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে কোনো বায়ুসীমা লঙ্ঘন করা হয়নি।

পাকিস্তানের পক্ষ থেকে জানা গিয়েছে, পাকিস্তানের এয়ার চিফ মার্শাল সোহালি আমন স্কারডু তে চলতে থাকা বায়ুসেনার ফাইটার জেট স্কোয়াড্রনের মহড়া দেখতে উপস্থিত হয়েছিলেন।

তবে ভারতের জাতীয় গোয়েন্দা সূত্রের খবর, যেকোনো মূহূর্তে ভারতে আক্রমণের জন্য তৈরি পাকিস্তান। সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সেনাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qj0675

May 24, 2017 at 02:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top