ঢাকা, ১২ মে- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর ও তাদের শপথ গ্রহণের উপর অস্থায়ী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রমিজ উদ্দিন নামক সমিতির একজন সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অস্থায়ী নিষেধাজ্ঞা বলবত থাকবে। রমিজ উদ্দিন তার মামলায় বিবাদী করেছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, শিল্পী সমিতি সদ্য সাবেক সভাপতি শাকিব খানসহ নব-নির্বাচিত ২১ জনকে। আদালতের নির্দেশনার কথা শুনেছেন বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, চিঠির কথা আমরাও শুনেছি। কিন্তু এখনো হাতে পাইনি। পেলেই আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারব। গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হন। কিন্তু ৭ মে ফলাফল বাতিলের আবেদন করেন পরাজিত সভাপতি প্রার্থী ওমর সানী। ৯ মে আপিল বিভাগ নতুন করে ফল ঘোষণা করে। এতে ওমর সানীর ৯ ভোট বাড়ে এবং কার্যনির্বাহী সদস্য পদে সুশান্তের বদলে নানাশাহ জয়লাভ করেন। ফলাফল সামান্য পরিবর্তনকে নির্বাচন কমিশন ক্যালকুলেটরের ভুল বলে দাবি করেন। আর/১২:১৪/১২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pCnImU
May 12, 2017 at 06:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top