সিলেটের ব্লু-ওয়াটার শপিং সিটিস্থ B.H.M এ ঈদের ধাক্কা

সুরমা টাইমস ডেস্ক:: পবিত্র রমজান মাসের অর্ধেক পূর্ণ হচ্ছে আজ। ঈদ-উল-ফিতরের বাকি আরো দুই সপ্তাহ। কিন্তু সিলেটের ঈদ বাজার এখনই জমে ওঠতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, সিলেটের ঈদ বাজারে ‘ধাক্কা’ লেগেছে। দু-একদিনের মধ্যেই এই ধাক্কা বাজারকে পুরোদমে জমিয়ে তুলবে। ঈদ বাজারকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে পুলিশ।
সিলেট নগরীতে ঈদ বাজারের কেন্দ্রবিন্দু হচ্ছে জিন্দাবাজার। এছাড়া পূর্ব জিন্দাবাজার, নয়াসড়ক, কুমারপাড়া প্রভৃতি এলাকায়ও জমজমাট থাকে ঈদ বাজার। মূলত এসব এলাকাতেই অভিজাত সব শপিংমলের ছড়াছড়ি।
এসব এলাকার কয়েকজন ব্যবসায়ীর সাথে আলাপকালে তারা জানান, রমজানের শুরুর সপ্তাহখানেক সময় শপিংমলগুলো একেবারে নিরব ছিল। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যেতো সকল শপিংমল। তবে ছয়-সাত রমজান গত হওয়ার পর ধীরে ধীরে প্রাণ ফিরতে শুরু করে শপিংমলগুলোতে।
জিন্দাবাজারের ব্লু-ওয়াটার শপিং সিটিস্থ ‘ B.H.M’ নামক কাপড়ের দোকানের ব্যবসায়ী সেলিম আহমদ ও তানবির রনি বলেন, ‘বর্তমানে মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রাখতে হচ্ছে। ক্রেতাদের আনাগোণা ক্রমেই বাড়ছে। বিশেষ করে ইফতারের পর থেকে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদকে সামনে রেখে বাজারে একটা ধাক্কা যেন লেগেছে।’
ব্যবসাও ভালো হচ্ছে এখন।’
ব্যবসায়ীরা আশা করছেন, আগামী দু-একদিনের মধ্যে পুরোপুরি জমে ওঠবে সিলেটের ঈদ বাজার। তখন ব্যবসাও আরো ভালো হবে।
এদিকে, ঈদ বাজারকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মহানগর পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। বিভিন্ন মার্কেটে নজরদারি করছে পুলিশ। ছদ্মবেশী পুলিশও রয়েছে ছড়িয়ে-ছিটিয়ে।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sgZioM

June 11, 2017 at 04:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top