বঙ্গোপসাগরে এখনও নিখোঁজ ১০৮ জেলে

সুরমা টাইমস ডেস্ক ::
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোরার অঘাতে চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীর নিখোঁজ ৯টি ট্রলারসহ মোট ১৩৩ জন জেলে মধ্যে ২৫ জনের সন্ধান পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০৮ জন।
কয়েকদিন আগেই ট্ররারগুলো গভীর সাগরে মাছ ধরতে যায়। কিন্তু ঘূর্ণিঝড় মোরার অঘাতে মঙ্গলবার রাত থেকে ওই ট্রলারগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালীর উপজেলা প্রশাসন।
বাঁশখালীর ২টি ইঞ্জিনচালিত ট্রলারের নিখোঁজ জেলের সংখ্যা ৮ জন। কুতুবদিয়ার ৪টি ট্রলারের নিখোঁজ জেলের সংখ্যা ৩৮ জন। মহেশখালীর ৩টি ট্রলারের নিখোঁজ জেলের সংখ্যা ৬২ জন। গতকাল রাতে কুতুবদিয়ার ৪টি ট্রলারের ২৫ জন মাঝি-মাল্লাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে আজ বুধবার বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী চাহেল তস্তুরী মিডিয়াকে বলেন, বাঁশখালী থেকে চারদিন আগে দুটি ইঞ্জিনচালিত ট্রলার গভীরে সাগরে মাছ ধরতে যায়। সেখানে মোট আটজন মাঝি-মাল্লা ছিল। ঝড়ের পর এখনও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, কুতুবদিয়া অঞ্চল থেকে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া চারটি ট্রলার তীরে ফিরে আসেনি। সেগুলোতে মোট ৬৩ জন মাঝি-মাল্লা ছিল। তবে নিখোঁজ ৬৩ জনের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী ২০ জনকে এবং একটি ফিশিং বোট ৫ জনকে উদ্ধার করে। ওই ২০ জনের মধ্যে ২ জন বাঁশখালীর। তবে এখন পর্যন্ত ওই নৌকাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
আর মহেশখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মৌ. জহির উদ্দিন বলেন, মহেশখালী পৌরসভার পুটিবিলা গ্রামের জামাল নামের এক ব্যক্তি একটি ট্রলার ডুবে গেছে। ওই ওই ট্রলারে ২ জন মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছেন। আর মহেশখালীর আবুল নামে একজনের ২টি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারের প্রায় ৬০ জন মাঝি-মাল্লার খবর পাওয়া যাচ্ছে না।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rVcKOB

June 01, 2017 at 12:27AM
01 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top