কাজান, ২৩ জুন- ফিফা কনফেডারেশন্স কাপে বি গ্রুপের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিয়েছে চিলি। বৃহস্পতিবার রাতে রাশিয়ার কাজানে দুই ফেভারিটের লড়াইটি শেষ হয়েছে ১-১ গোলে। ২ ম্যাচ শেষে জার্মানি ও চিলির অর্জন সমান ৪ পয়েন্ট করে। তবে গোল পার্থক্যে পয়েন্ট তালিকার শীর্ষে আছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। কাজান অ্যারেনায় দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের ইতিহাসে ৪০০তম গোলটি করেছেন আলেক্সিস সানচেজ, ম্যাচের ষষ্ঠ মিনিটে। তার সেই লক্ষ্যভেদেই এগিয়ে যায় চিলি। অবশ্য জার্মানির পিছিয়ে পড়াটা নিজেদের ভুলেই। ডিফেন্ডার শোকদ্রান মুস্তাফির ভুল পাসের কারণে। আট গজ দূর থেকে জার্মানির জাল কাঁপাতে ভুল করেননি সানচেজ। এই গোলের মাধ্যমে মার্সেলো সালাসকে টপকে চিলির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন সানচেজ। এটি তার ক্যারিয়ারের ৩৮তম আন্তর্জাতিক গোল। ম্যাচের ২০ মিনিটে লিড দ্বিগুণ করতে পারতো চিলি। তবে এদুয়ার্দো ভারগাসের দারুণ শট ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির চার মিনিট আগে জার্মানিকে সমতায় ফেরান ফরোয়ার্ড লার্স স্টিন্ডল। বাম প্রান্ত থেকে জোনাস হেক্টরের করা ক্রসে পা ছুঁইয়ে। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় জার্মানি ও চিলিকে সেমিফাইনালের টিকিট পেতে অপেক্ষা করতে হচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে চিলি। আর জার্মানি লড়বে ক্যামেরুনের বিপক্ষে। এশিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আফ্রিকা চ্যাম্পিয়ন ক্যামেরুনের মধ্যকার দিনের প্রথম ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়। উভয় দলের পয়েন্ট ১ করে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tBkS4T
June 23, 2017 at 09:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top