ঢাকা, ১৭ জুন- দুই বছর আগেই বাংলাদেশ সফরে আসার কথা ছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তার খোড়া অজুহাতে নির্ধারিত সফরসূচি বাতিলের অন্তত দুই বছর পর ২ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরের প্রস্তুতি নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পৌঁছবে অস্ট্রেলিয়া দল। এ সময় তারা দুটি টেস্ট ম্যাচ খেলবে। এর আগে ফতুল্লায় ২২ ও ২৩ আগস্ট একটি দুই দিনের অনুশীলন ম্যাচ খেলবে। এরপর ২৭ তারিখ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট । প্রথম টেস্ট খেলার পর মুশফিকরা চলে যাবেন চট্রগ্রাম। সেখানে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভ স্মিথ (অধি.), ডেভিড ওয়ার্নার, এ্যাস্টন আগার, হিল্টন চার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিঁয়, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশ এবং ম্যাথু ওয়েড। এ আর/১৬:১০/১৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rGBO7N
June 17, 2017 at 10:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top