গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকারীরা গণদুশমন হিসেবে চিহ্নিত হবে : সিপিবি

aঢাকা::

সিপিবির নেতৃবৃন্দ বলেছেন, মূল্যবৃদ্ধি ও দুঃশাসনের যাতাকলে এখন দুর্বিসহ জনজীবন। এর মধ্যেই ছয় মাসে দুইবার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত শুধু গণবিরোধী নয়, এই সিদ্ধান্ত যারা নিয়েছে তারা গণদুশমন হিসেবে চিহ্নিত হবে।

রাজধানীর পল্টন থানা কমিটির উদ্যোগে নগরীর শান্তিনগর বাজারের সামনে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন।
গ্যাসের মূল্যবৃদ্ধি, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, মশা নিধনে সিটি কর্পোরেশনের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। বর্তমান চড়া বাজারে শ্রমজীবি ও মধ্যবিত্ত মানুষের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। সীমাহীন লুটপাটের সব চাপ সাধারণ মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঢাকার দুটি সিটি কর্পোরেশনের মেয়র নানা ধরনের দেখানেপনায় ব্যস্ত। অথচ মশার কামড়ে চিকুনগুনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে নগরবাসীর নাকাল অবস্থা।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০১৬-১৭ অর্থবছরে মশা নিধন বাবদ বরাদ্দ সাড়ে ১১ কোটি টাকা কার পকেটে গিয়েছে সেই প্রশ্ন তোলেন।

তারা বলেন, করের বোঝা দিন দিন শুধু বাড়ছে আর সেই অর্থ লুটপাটের মধ্য দিয়ে ফুরিয়ে যাচ্ছে।

নেতৃবৃন্দ অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মশা নিধনের মাধ্যমে চিকুনগুনিয়ার প্রকোপ থেকে নগরবাসীকে মুক্ত করার দাবি জানান।

তারা বলেন, মূল্যবৃদ্ধি ও দুঃশাসনের যাতাকলে জনজীবন আজ দুর্বিসহ। গণরোষ গণবিদ্রোহে রূপ নেয়া সময়ের ব্যাপার মাত্র। সরকারের টনক না নড়লে সেটাই ঘটবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশ থেকে পুনর্বাসনের যথাযথ উদ্যোগ না নিয়ে হকার উচ্ছেদ বন্ধ করা এবং শ্রমিকদের ঈদের আগে বোনাস ও মজুরি পরিশোধের দাবি জানানো হয়।

মুর্শিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে ও মঞ্জুর মঈনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক শ্রমিক নেতা জলি তালুকদার, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, পল্টন থানা কমিটির সাধারণ সম্পাদক ত্রিদিব সাহা, শ্রমিক নেতা ইয়াসিন স্বপন, ছাত্রনেতা কফিলউদ্দিন মোহাম্মদ শান্ত প্রমূখ।

এদিকে একই দাবিতে মোহাম্মদপুর নতুন রাস্তার মোড়ে মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীম, জামাল হায়দার মুকুল, মনিরুল আহসান জুয়েল, আরিফুল হক রোকন, ফৈরদৌস আহমেদ উজ্জ্বল, আহমেদ তাহজীব তালাত প্রমূখ।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qHTXT7

June 02, 2017 at 07:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top