সুরমা টাইমস ডেস্ক:
আমাদের এই নীলাভ পৃথিবীর মতো আরও ১০টি পৃথিবীর সন্ধান পাওয়ার এক দারুণ খবর দিয়েছে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ (কেএসটি)।
সোমবার নাসার তরফ থেকে এই ঘোষণা দেয়া হয়।
সংস্থাটি বলছে, আমাদের পৃথিবী যেমন এই সৌরমণ্ডলে বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাসের তুলনায় আকারে ছোট, তেমনই চেহারা ওই ১০টি ‘পৃথিবী’র।
নাসা বলছে, সদ্য সন্ধান পাওয়া ১০টি ‘পৃথিবী’ থেকে তাদের নক্ষত্র বা তারা এমন দূরত্বে রয়েছে, যেখানে বাসযোগ্য হতে পারে। প্রাণ আর জল তরল অবস্থায় থাকতে পারে গ্রহগুলোর পিঠে বা সারফেসে।
নাসার তরফে আরও জানানো হয়, সিগনাস নক্ষত্রপুঞ্জে যে ২ লাখ তারার ওপর নজর রেখেছিল কেএসটি, তার মধ্যে ২১৯টি ভিন গ্রহের সন্ধান পাওয়া গেছে।
এই ২১৯টি ভিন গ্রহের মধ্যে অন্তত ১০টি একেবারেই আমাদের পৃথিবীর মতো পাথুরে। এবং এগুলো রয়েছে গোল্ডিলক্স জোনে।
‘গোল্ডিলক্স জোন’ বলা হয় নক্ষত্র থেকে কোনো গ্রহের নির্দিষ্ট দূরত্বকে। এ নিয়ে গত ৮ বছরে মোট ৪ হাজার ৩৪টি ভিনগ্রহের সন্ধান পেল কেএসটি।
এর মধ্যে সদ্য সন্ধান পাওয়া ১০টিকে নিয়ে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সংখ্যা ৪৯টি হলো।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sAzWQ8
June 21, 2017 at 08:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন