ঢাকা, ২৩ জুন- সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। তবে দলের সঙ্গী হয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস সফরে অনেককিছু শিখেছেন তরুণ এই ক্রিকেটার। টুর্নামেন্টে বাংলাদেশের বিকল্প খেলোয়াড় হিসেবে ছিলেন সোহান। দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসানের মতো নামকরা খেলোয়াড়দের সঙ্গ পেয়ে ড্রেসিংরুমে থেকেছেন। টুর্নামেন্ট শেষে সোহান জানান, দলের সাথে থেকে অনেক কিছু শিখেছেন তিনি। সোহান বলেন, ড্রেসিংরুম থেকে অনেক কিছু শেখা এবং জানা যায়। মাশরাফি-সাকিব-মুশফিক-তামিম-রিয়াদ ভাইদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাদের কাছ থেকে আমি শিখেছি দল বিপদে থাকলে কীভাবে পরিস্থিতি সামলাতে হয়। ওভালে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচে আগে সোহান দেখা পেয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির, উঠতি উইকেটরক্ষক ব্যাটসম্যানদের কাছে যিনি একজন আইকনিক ক্রিকেটার। সেই সাক্ষাতে ধোনির কাছ থেকে ব্যাটিং এবং উইকেটরক্ষণের ব্যাপারে পরামর্শ নেন সোহান। এ প্রসঙ্গে সোহান বলেন, আমরা সাধারণত ছয়ে বা সাতে ব্যাট করি। এমন পজিশনে বেশি ওভার খেলার বাকি থাকে না, এজন্য শুরু থেকেই আমাদের স্ট্রোক খেলতে হয়। আবার, যখন বড় ইনিংস খেলার সুযোগ আসে তখন ৩০-৪০-৫০ রানে দল ৪-৫ উইকেট হারিয়ে ফেলে। এজন্য মিডল অর্ডার ব্যাটসম্যান সবসময় চাপে থাকেন। আমি ধোনির কাছে জানতে চেয়েছি তিনি কীভাবে চাপ সামলান। উইকেটরক্ষক হিসেবে ধোনি সোহানকে বলেন, কিপিংয়ের মূল কাজ হচ্ছে বলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি। আর/১৭:১৪/২৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rJH4rP
June 23, 2017 at 11:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top