শিলিগুড়ি, ৩০ জুনঃ পাহাড়ে হিংসাত্মক কার্যকলাপ চলছেই। বৃহস্পতিবার মাঝরাতে মিরিক পুরসভার ভাইস চেয়ারম্যান এমকে জিম্বার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। ৩ নম্বর ওয়ার্ডের থানা লাইনের বাসিন্দা জিম্বার বাড়ির আংশিক ক্ষতি হয়েছে আগুনে। আগুন নেভাতে গিয়ে তিনি মাথায় গুরুতর চোট পেয়েছেন। বর্তমানে মিরিক ব্লক হাসপাতালে তিনি চিকিৎসাধীন। শুক্রবার ভোরে মিরিকে জিটিএ-র ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
দুটি ঘটনাতেই গোর্খা জনমুক্তি মোর্চার দিকে অভিযোগের আঙুল উঠেছে। মিরিক পুরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাই বলেন, মোর্চা আশ্রিতরা দুষ্কৃতীরাই পাহাড়জুড়ে এসব ধ্বংসাত্মক কাজকর্ম করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মোর্চা অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2snahNG
June 30, 2017 at 10:18AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন